Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে এইচএসসি পরীক্ষার্থী আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে এইচএসসি পরীক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

আহত ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ী এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ। 

এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলামকে কয়েকবার কল দিলেও সাড়া দেননি। 

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন আমরা একজন পরীক্ষার্থীর মাথায় ফ্যান পড়ে আহত হওয়ার খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। এ সময় কলেজে নিয়োজিত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। পের তাকে  হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।’

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১