হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলে হামলা: বিএনপি নেতা বুলুর ছেলে রিমান্ডে, ব্যারিস্টার অসীম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং বিএনপি নেতা ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

একই মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমকে কারাগারে পাঠানো হয়েছে। 

এস এম জাহাঙ্গীর ও ওমর শরীফকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। উত্তরা পূর্ব থানার মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মেট্রোরেলে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক শিকদার মহিতুল আলম দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন রিমান্ড মঞ্জুর করেন। 

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে মেট্রোরেলে হামলার মামলায় তিন দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে মেট্রোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন (১৯ জুলাই) বিকেলে মিরপুর-১০ স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর নিরাপত্তা ব্যবস্থাপক মো. গোলাম রসূল বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫ / ৬ হাজার জনকে। অগ্নিকাণ্ডের ঘটনায় মেট্রোরেলে মিরপুর অংশে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭