সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার মো. শরিফের মালিকানাধীন টিনশেড ঝুটের গুদামে আগুন লাগে। ১টা ৪০-এ খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। আগুনের তীব্রতায় পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ১৫-এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আশপাশে পানি না থাকায় কাজ করতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।