হোম > সারা দেশ > ঢাকা

হালনাগাদ হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।

ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭