হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে আদালতে পাঠাল পুলিশ

ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।

ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন