হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্ব, সালিসে যুবককে কুপিয়ে হত্যা 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকা সালিসে মুসলিম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদসংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা ও চাচাসহ ছয়জন আহত হন। 

নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোয়াহেরের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় হালিম নামের একজনকে আটক করেছে পুলিশ। হতাহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিকাটা গ্রামের রাকিব নামের এক ব্যক্তির কিশোর বয়সী ভাগনের সঙ্গে অনলাইনে জুয়া খেলার টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে একই গ্রামের নয়নের বিরোধ হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিসে বসেন স্থানীয়রা। এ সময় মাতব্বরদের সামনে মুসলিমের সঙ্গে রাকিবের ভাগনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাকিব ও সহযোগী সুজন বন্ধুদের ফোন করে সালিসে ডেকে এনে মুসলিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। 

মুসলিমের স্বজনেরা বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এতে মুসলিমের বাবা-চাচাসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুসলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ওসি রেজাউল করিম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে সালিস বৈঠকে মুসলিম নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হালিম নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য