Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জুরাইনে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুরাইনে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ২৩

রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আশরাফ হোসেন বলেন, ‘রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আর গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে কি না, জানতে চাইলে ওয়ারী বিভাগের ডিসি বলেন, ‘গ্রেপ্তার করে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাজ করছি।’ 

এ ঘটনায় গত মঙ্গলবার (৭ জুন) রাতে অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আহত সার্জেন্ট আলী হোসেন। 

ঘটনার শুরুটা ধরা পড়ে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলের কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তাঁর পরিচয়পত্র দেখতে চান।

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক

টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকেই পুলিশের ওপর আক্রমণ: দাবি ডিএমপির