সাংবিধানিক ও সরকারি পদে থাকা দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার ই-মেইল ও রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে দ্বৈত নাগরিকদের নিয়ন্ত্রণ ও তদারকির জন্য টাস্কফোর্স গঠনের অনুরোধও জানানো হয়েছে।
আইনজীবী মোহাম্মদ কাওছার আজকের পত্রিকাকে বলেন, নোটিশে সাংবিধানিক ও সরকারি পদে থাকা দ্বৈত নাগরিকদের অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। তাঁরা যাতে পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন, এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। আর সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে মামলা করা হবে বলে জানান তিনি।