Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে অটোরিকশা উল্টে মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে অটোরিকশা উল্টে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা অন্যরা অক্ষত থাকলেও চালক জুয়েল আহত হয়েছেন। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে গোড়াই-সখীপুর সড়কের হাঁটুভাঙা সিরামিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাপ দেওয়ানের ছেলে। 

আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীসহ আশপাশের বাড়ির আটজনকে নিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এদিকে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক