হোম > সারা দেশ > ঢাকা

সাদা অ্যাপ্রোন পরে গাইনি ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাঘুরি, তরুণীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার আটক হন সাদা অ্যাপ্রোন পরিহিত এক তরুণী। তাঁর নাম রিপা আক্তার (২০)। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল থেকে অ্যাপ্রোন পরিহিত ভুয়া এই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’ 

২১২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ২১২ নম্বর ওয়ার্ড থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। পরে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছি।’ 

এর আগে গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ থেকে মুনিয়া আক্তার রোজা নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য