হোম > সারা দেশ > গাজীপুর

করোনা টিকা নিয়ে পোশাকশ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

প্রতিনিধি, টঙ্গী (গাজিপুর)

গাজীপুরের টঙ্গীতে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এক দিন পর অসুস্থ হয়ে পড়েছেন একটি কারখানায় কয়েকজন শ্রমিক। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আজ বুধবার কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার দিনভর কারখানার প্রায় ১২ শ শ্রমিককে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। বুধবার সকালে যথারীতি শ্রমিকেরা কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে কারখানার বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় ইম্পিরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। তবে অসুস্থ শ্রমিকদের নাম ও পদবি জানায়নি কারখানা কর্তৃপক্ষ।

কারখানা মালিক আমানুল্লাহ চাকলাদার মুঠোফোনে বলেন, গত ১৮ জুলাই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে মডার্নার টিকা দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার (২৪ আগস্ট) দ্বিতীয় ডোজ দেওয়া হয়। টিকা দেওয়ার পর স্বাভাবিক ভাবেই জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার কাজে যোগ দিয়ে কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তবে অন্তত একদিন কারখানা ছুটি দেওয়া হলে এমন ঘটনা হতো না।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, কারখানা ছুটি ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য