Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রিমান্ড শেষে কারাগারে

অনলাইন ডেস্ক

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রিমান্ড শেষে কারাগারে
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

দুপুরে ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ জানুয়ারি মিরপুরের সাগর হত্যা মামলায় ডা. এনামুরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি এনামুর।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি

মাদকের মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নারী-পুরুষের সমতা ত্বরান্বিত করার আহ্বান উপদেষ্টা ফরিদা আখতারের

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে মা-শিশুর লাশ উদ্ধার

সিকদার গ্রুপের পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে মারধরের অভিযোগ

হামলা-ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের ফ্ল্যাট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ