হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে মহাসড়কে শ্রমিকেরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।

শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে আটকা পড়া যানবাহন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন