হোম > সারা দেশ > ঢাকা

ইয়াবার মামলায় তিনজনের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন আসামিরা হলেন পিকআপ ভ্যানচালক মামুন হাওলাদার, মানিক ও আলাউদ্দিন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে। 

রায় ঘোষণার আগে কারাগারে থাকা মামুন হাওলাদার ও মানিককে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

অপর আসামি আলাউদ্দিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৮ সালের ৫ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদক বহনের খবর পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় রাজধানীর নাবিস্কো মোড়স্থ টিভিএস অটোর সামনে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্টে তল্লাশিকালে পিকআপ ভ্যানটি সেখানে গেলে থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি করে ১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব।  

এ ঘটনায় র‍্যাব-২-এর জেসিও আবুল হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

২০১৯ সালের ৬ মার্চ একই থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

২০২১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন