হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে ২ রিকশাচালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে হারুন মিয়া (৪০) ও জামালপুরের ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে লিটন (১৮)।

পুলিশ জানান, আজ ভোরে ওই গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এ সময় অপর রিকশাচালক লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গ্যারেজের মালিক স্বপন বলেন, ‘গতকাল বুধবার সারা রাত রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে আজ ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন।’

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের উপস্থিতিতে মরদেহ নিয়ে যাওয়ার কথাটি সত্য নয়। আমরা লিটনের পরিবারের লোকজনকে মোবাইল করে মরদেহ নিয়ে আসতে বলেছি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিটনের স্বজনদের মোবাইল করে মরদেহ থানায় নিয়ে আসতে বলা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭