হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের দাবি

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মোটরসাইকেলচালকেরা। 

মানববন্ধনে বক্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যানবাহন অরাজকতা সৃষ্টি করে। এ সময় মোটরসাইকেল বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ঈদের আগে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী বাইকারদের পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও লাইসেন্সধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলে অনুমতির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মোটরসাইকেলচালক।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন