শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার বেসিসের সাবেক সভাপতি আলমাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৫: ৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশ্বস্ত সহযোগী বলেও জানা যায়।

আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি জানান, বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি সৈয়দ আলমাস কবীরকে সোমবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাড়াও মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ইফতেখার হাসান আরও বলেন, গ্রেপ্তারের পর আলমাসকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ড চাওয়া হবে।

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত