নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মেধায় আমার চাকরি হয়েছে, কোটায় নয়। তাই মেধার পক্ষেই ছিলাম।’ আদালতে একথা বলেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (সাবেক ডিসি লালবাগ গোয়েন্দা জোন) মশিউর রহমান।
আজ শুক্রবার রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শুনানির সময় মশিউর রহমান আদালতে একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে তাকে ঢাকায় আনা হয়। আজ নিউমার্কেট থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, লালবাগ জোনের গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনিও একজন নির্দেশদাতা। নির্দেশদাতা আর কারা কারা আছেন তাদের শনাক্ত করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রিমান্ড শুনানির একপর্যায়ে আদালত মশিউর রহমানের বক্তব্য শুনতে চান। তখন তিনি বলেন, ‘আমি ডিবি পুলিশের ডিসি হয়েছি মেধা দিয়ে। কোটা দিয়ে এ জায়গায় আসিনি। এজন্য শুরু থেকেই আমি কোটার বিরোধী ছিলাম। এমনকি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দৈনিক অন্তত পাঁচবার আমার বিতর্ক হতো। আমি কোটাবিরোধী এই আন্দোলনে কোনো সহিংসতার সঙ্গে কখনোই জড়িত হইনি।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় পুলিশের ১০ জন ডিসি আছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা বা সমাবেশ ছত্রভঙ্গ করার দায়িত্ব পুলিশ পালন করে। এসব বিষয়ে আমরা (ডিবি পুলিশ) মাঠে কাজ করি না। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এরপর আদালত মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।