হোম > সারা দেশ > ঢাকা

জুনে নির্যাতনের শিকার ২৯৭ জন নারী ও কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জুন মাসে ২৯৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৭ জন। ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে একজন কন্যা। বিভিন্ন কারণে চারজন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও তিনজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে তিনটি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এর মধ্যে একজন কন্যাসহ চারজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আটজন, এর মধ্যে একজন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। দুজন কন্যাসহ তিনজন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজন কন্যাকে হত্যা ও একজন কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। চারজন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নয়জন কন্যাসহ ২১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও তিনজন কন্যার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। আটজন কন্যাসহ নয়জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও চারজন কন্যাকে অপহরণের চেষ্টা ঘটনা ঘটেছে। তিনজন কন্যা সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে তিনটি এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে চারটি। এছাড়া আটজন কন্যাসহ ১৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন