হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষই বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী।

হামলা আহতদের মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০) ও কাউসার মিয়া (২৬) নাম জানা গেছে। তাঁদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সকাল থেকে পুরস্কার বিতরণের মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুরে মঞ্চে ব্যানার টানানো হলে সেখানে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম ছিল না। এর জেরে তাঁর অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে।

খবর পেয়ে একই ইউনিয়ন বিএনপি নেতা মাসুম শিকারির লোকজন সেখানে হাজির হলে আমির হোসেনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে