হোম > সারা দেশ > ঢাকা

সংসদ সদস্য ওয়াহেদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত রিট খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এমপি ওয়াহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই দুটি রিট ফাইল করা হয়েছিল। প্রথম করেছিল ভালুকার দুজন ভোটার। তারা ওয়াহেদের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল। তাতে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলে তিনি আটকে যান। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এতে তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং গেজেট প্রকাশ হয়।’

শাহ মঞ্জুরুল হক আরও বলেন, ‘পরে ওয়াহেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ আরও একটি রিট করেন। যাতে বলা হয়, ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিক। তাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারে। শপথের পর বিষয়টি শুনানি করে হাইকোর্ট তদন্তের নির্দেশসহ রুল জারি করেন। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ আজকে রিটগুলো খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন প্রয়োজনে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না— তা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুলসহ ওই আদেশ দেন। নির্বাচন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। কাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল