হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক মা

টাঙ্গাইল প্রতিনিধি 

বাসাইল থানা প্রাঙ্গণে মৃত শিশুর স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত মাকে আটক করে পুলিশ।

মৃত শিশুর নাম মোহাম্মদ আলী (২)। সে পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মায়ের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত, আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এর আগেও দুটি বিয়ে হয়েছিল। মাঝে-মধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। গতকাল রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে।

ইব্রাহিম মিয়া আরও বলেন, সে ফিরে এলে সন্তানের কথা জিজ্ঞাসা করলে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তানকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায়। পরিবার ও স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের