Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক মা

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক মা
বাসাইল থানা প্রাঙ্গণে মৃত শিশুর স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত মাকে আটক করে পুলিশ।

মৃত শিশুর নাম মোহাম্মদ আলী (২)। সে পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মায়ের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত, আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এর আগেও দুটি বিয়ে হয়েছিল। মাঝে-মধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। গতকাল রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে।

ইব্রাহিম মিয়া আরও বলেন, সে ফিরে এলে সন্তানের কথা জিজ্ঞাসা করলে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তানকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায়। পরিবার ও স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক