হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে কাওয়ালি আসরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।

বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা