ঢামেক প্রতিবেদক
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
এসআই রফিকুল ইসলাম বলেন, এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়, রাতে মালিবাগ রেলগেটের পাশের রেললাইন দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় তিনি।
পরে খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০-৫০ বছর। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।