হোম > সারা দেশ > ঢাকা

দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার বিকেলে বাংলামোটরে দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার অফিসের পাশে পত্রিকাটির সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্লানার্স টাওয়ারসংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। এতে চার সাংবাদিক আহত হন।

আহতরা হলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন। সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০-২২ জনের একটি দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়ে আমাদের খোঁজ করেছিল।’

এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদকে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘জনবাণী পত্রিকার চার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহতরা অভিযোগ নিয়ে এসেছেন। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন