হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত, আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গুডলাক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিতু মিয়া (৩০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মান্নান মিয়ার ছেলে আব্দুল আহাদ (৫০), মানিকগঞ্জ পৌর এলাকার মনিরুল ইসলাম (১৬), কুষ্টিয়ার রিফাত আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৫), একই জেলার কুমারখালী উপজেলার দীপন আলমের মেয়ে মরিয়ম (৫), একই উপজেলার হৃদয়ের স্ত্রী আরিফা (২১), নুরুলদীনের ছেলে হাবিবুর রহমান (৬০), হাবিবুর রহমানের স্ত্রী জাকিয়া (৫০) ওমর বাদশার ছেলে নূর আলম (৩৮), নূর আলমের স্ত্রী আরজু বেগম (৩২) এবং অজ্ঞাতপরিচয় এক যুবক (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে কুষ্টিয়াগামী রাজধানী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মিতু মিয়া নিহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩