প্রস্তাবিত তথ্য সুরক্ষা আইন-২০২২ এর খসড়া বিল জনগণের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের জন্য হুমকি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনের সাদ হামাদি বলেন, ‘প্রস্তাবিত তথ্য সুরক্ষা আইনের যে খসড়া বিল জনগণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে তা ভয়ংকর। এটি জনগণের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যে অধিকার আছে তাতে অন্যায়ভাবে প্রবেশের চেষ্টা। এ ছাড়া এই আইনে মানবাধিকার লঙ্ঘন হলে কর্তৃপক্ষকে জবাবদিহি করা থেকেও রেহাই দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই বিলে এমন অস্পষ্ট ধারা রয়েছে যা ব্যক্তিগত ডিভাইসের ব্যক্তিগত গোপনীয় (এনক্রিপ্টেড কমিউনিকেশন) কথোপকথনেও অনধিকার প্রবেশের সুযোগ করে দিয়েছে। এই বিল ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মানুষের ডিজিটাল জীবনকেও সরকারের নিয়ন্ত্রণে আনার আরেকটি নতুন ধরন। তা ছাড়া প্রস্তাবিত এই বিল বাংলাদেশের সংবিধানেরও পরিপন্থী।’
আমরা আমরা সরকারকে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান জানাই।