হোম > সারা দেশ > রাজবাড়ী

শ্রমিক লীগ নেতা হত্যা মামলার আসামি শিক্ষককে সাময়িক বরখাস্ত

বালিয়াকান্দি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মো. আজিজ মহাজনকে (৪০) কুপিয়ে হত্যা মামলার আসামি সহকারী শিক্ষক সাজিদ হাসান রাফিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তিনি উপজেলার গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল গত বুধবার সাময়িক বরখাস্তের অফিস আদেশে সই করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক। 

আশরাফুল হক জানান, সাজিদ হাসান রাফি শ্রমিক লীগ নেতা হত্যা মামলার সাত নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর ওই রাতেই তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। গত ১৭ অক্টোবর থেকে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক তিনি ভাতা পাবেন। 

স্থানীয় গড়াই নদীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ১৬ অক্টোবর আজিজের বড় ভাই মো. আব্দুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই র‍্যাব-১০ বিশেষ অভিযান চালিয়ে সাজিদ হাসান রাফি ও তাঁর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে। বর্তমান সাজিদ হাসান রাফি কারাগারে আছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য