প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাইশমাইল বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গবিসাসের সভাপতি বরাতুজ্জামান স্পন্দন, সহসভাপতি নাজমুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক হাসিব মীর, সাংগঠনিক সম্পাদক মো. আখলাক ই রাসুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা পিংকী ও রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত না করেই যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেটা বাতিল চাই এবং শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চাই।’