গাজীপুরের টঙ্গীতে ধান খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১টার দিকে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পরে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ওই এলাকার একটি ধানখেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানখেতে জমাটবাঁধা কাদাপানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
হত্যার পর লাশটি ধানখেত ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।