Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আরিচা-পাটুরিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি নেই 

মানিকগঞ্জ প্রতিনিধি

আরিচা-পাটুরিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি নেই 

গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের এক দিন বাকি এবং কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। গত দুই দিন আশানুরূপ যানবাহন পারাপার হয়নি। আজ ভোর থোকে দুটি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে। 

গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটেগত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহন এবং ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে। ৪৭ লাখ ৬৮ হাজার ৮১০ টাকা সরকারের রাজস্ব হয়েছে বলেও জানান উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল