গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের এক দিন বাকি এবং কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। গত দুই দিন আশানুরূপ যানবাহন পারাপার হয়নি। আজ ভোর থোকে দুটি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।