হোম > সারা দেশ > ঢাকা

সতীর্থ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি ছাত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান সৈকত নামের এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ওই ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিকেলে মেহেদীকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার এজাহারে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, মেহেদী (২০১৯-২০ সেশন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন ক্যাম্পাসে নিজের পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। কথার উত্তর না দিয়ে নিজের ক্লাসে চলে যান ভুক্তভোগী। মেহেদী জুনিয়র হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় মোবাইল ফোনে ও ফেসবুকে বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু ওই ছাত্রী তাঁকে পাত্তা দেননি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্বদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ওই ছাত্রী। ক্যাম্পাসের ‘শান্ত চত্বরে’ অবস্থানকালে মেহেদী পূর্বপরিকল্পিতভাবে তাঁর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি করে চলে যান।

পরে ঘটনার বিষয়ে ভুক্তভোগী ছাত্রী সহপাঠীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ দেন। প্রক্টরের নির্দেশক্রমে কোতোয়ালি থানা-পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে মেহেদীকে আটক করে। পরে ভুক্তভোগী ছাত্রী মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন