হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) মারা গেছেন। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আহত কলেজছাত্র সীমান্ত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বজনেরা এখনো অভিযোগ জানাননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আহত হওয়ার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

নিহতের স্বজনরা জানায়, সীমান্ত রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে। ওয়াজেদ সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে।

হাজী আলম সাংবাদিকদের বলেন, সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল ফোন টানাটানি করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য