হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর আদাবর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে মোস্তফা জালাল মহিউদ্দিনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মোস্তফা জালাল মহিউদ্দিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতা ও অন্য আসামিদের সম্পর্কে তথ্য জানার জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের ৪ দিনের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা