হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গয়লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৭) এবং একই গ্রামের ওমর আলী শেখের ছেলে মোটরসাইকেল আরোহী মো. হাফিজুল শেখ (১৮)।

মুকসুদপুরের সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শওকত হোসেন বলেন, গতকাল বুধবার রাতে ওই দুই বন্ধু আরেক বন্ধুর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে ঘুরতে বের হয়। রাত ১০টা ৫ মিনিটে ওই সড়কের মুকসুদপুরের গয়লাকান্দি সেন্টুর ইটভাটার কাছে দাঁড়িয়ে থাকা গোপালগঞ্জমুখী একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক হাফিজুল শেখ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ফায়েজুলকে পাশের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই শওকত হোসেন আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের লাশ গভীর রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়িতে আজ বৃহস্পতিবার সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন