হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজীরহাটসংলগ্ন কীর্তিনাশা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

জামাল শিকারীর ভাই কামাল শিকারী বলেন, তাঁরা কাজীরহাট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁদের স্থায়ী কোনো ঠিকানা নেই। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এবং তিন বছর আগে মা মারা যান। তিন ভাইয়ের মধ্যে জামাল সবার ছোট, এখনো বিয়ে করেননি। তাঁদের কেউ ভাঙ্গারি দোকানে কাজ করেন, কেউ ট্রলি চালান।

ভাইয়ের কোনো শত্রু নেই জানিয়ে কামাল শিকারী বলেন, তাঁর ভাইকে কে বা কারা হত্যা করেছে, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে কাজীরহাট বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য