হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি কারওয়ান বাজারে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিস ও তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তেজগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল হোসেন জানান, ‘সকালে লোক মারফত খবর পাই তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। পরে সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মৃত দুলালের ভাগনে তরিকুল ইসলাম জানান, তাঁর মামা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন নামে বিদ্যুৎ কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়ি নষ্ট হওয়ায় তেজগাঁও র‍্যাংগসে গাড়ি মেরামত করতে দেন। আজ কারওয়ান বাজার অফিস থেকে গাড়ি আনতে যাচ্ছিলেন। তেজগাঁও রেলক্রসিংয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

তরিকুল আরও জানান, দুলাল হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ। ঢাকায় হাতিরপুল ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী বর্না আক্তার তিন ছেলে ও এক মেয়েকে গ্রামের বাড়িতে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তেজগাঁও থেকে মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩