হোম > সারা দেশ > ঢাকা

কারাবন্দী শ্রমিক দল নেতা কাজলের হাসপাতালে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের নেতা ফজলুর রহমান কাজল মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদ্‌রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পল্টন থানায় একটি নাশকতা মামলায় আটক হয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন কাজল। গত মঙ্গলবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাঁকে হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এর আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা যান। তিনি ঢাকার একটি ওয়ার্ডের বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের। গত ২১ আগস্ট বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তার পর, গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দী হাসপাতালে মারা যান। কারা হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম গোলাপ রহমান (৬৩)। তিনি চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য