Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘চেতনানাশক দ্রব্য খাইয়ে’ ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

‘চেতনানাশক দ্রব্য খাইয়ে’ ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’

এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন