Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হেমায়েতপুর-ভাটারা রুটের এমআরটি লাইন-৫ উদ্বোধনও আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেমায়েতপুর-ভাটারা রুটের এমআরটি লাইন-৫ উদ্বোধনও আজ

উত্তরা থেকে মতিঝিলের এমআরটি-৬ উদ্বোধনের দিনে আজ শনিবার একই সঙ্গে এমআরটি লাইন-৫ হেমায়েতপুর-ভাটারা রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি লাইন-৫ এর প্রাথমিক বিস্তৃতি হবে হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। 

১৩.৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ এবং ৬.৫ কিলোমিটার এলিভেটেড অংশ নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প ২০১৯ সালে অনুমোদন পায়। ২০ কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হবে ১৪টি স্টেশন, এর মধ্যে নয়টি হবে আন্ডারগ্রাউন্ডে। 

আজ শনিবার দুপুর ২টায় এই অংশের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে আগারগাঁও স্টেশনে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে তিনি মতিঝিল আসবেন। সেখানে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে। 

এমআরটি লাইন-৫ প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান বলেন, ভূমি উন্নয়নের মাধ্যমে হেমায়েতপুর-ভাটারা লাইনের কাজ শুরু হবে। 

২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ডিএমটিসিএল-এর। এ রুটের মেট্রোরেলে প্রতিদিন প্রায় ১০ লক্ষাধিক মানুষ যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে