হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে একই সময় একইভাবে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে একই ইউনিয়নে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেরা হলো, বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৪) ও দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মুক্তা (১৫)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শারমিনের আত্মহত্যার কারণ জানা যায়নি।

শারমিনের চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। তবে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।’ 

এদিকে দক্ষিণপাড়া এলাকায় নিজের ঘর থেকে মুক্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

মৃত মুক্তার বোনজামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সঙ্গে মুক্তার মনোমালিন্য হয়। পরে আমার শাশুড়ি মুক্তাকে বকাঝকা করেন। সেই অভিমান থেকে আত্মহত্যা করতে পারে।’ 

একই ইউনিয়নে প্রায় একই সময়ে একইভাবে দুই কিশোরীর মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭