হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ১ জনের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান সোলায়মান মোল্লা (৪৫)। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. মৃদুল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডা. মৃদুল কান্তি সরকার জানান, আজ শুক্রবার শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সোলায়মান মোল্লা। তিনি আরও জানান, গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামে একজন আইসিইউতে মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজিজুল নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো হাসপাতালে ভর্তি। 

নিহত সোলায়মান মোল্লার ছেলে আকাশ জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। তাঁরা ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তাঁর বাবা। 

এই ঘটনায় আরও দগ্ধ হন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) এবং তাঁর দুই ছেলে নুর নবী নিলয় (৩) ও নীরব (৭)। 

উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। 

ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন। 

আরও পড়ুন—

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

সন্তানের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’: সাভার থেকে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জবির ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে স্মারকলিপি

টঙ্গীতে জুতার গুদামে আগুন

খেয়াঘাট ইজারা নিতে ইউপি সচিবকে জিম্মি করে সই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা