হোম > সারা দেশ > ঢাকা

বৌদ্ধদের ৪ সংগঠন নিয়ে নতুন মোর্চা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটি ও বৌদ্ধধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিসহ কয়েক দফা দাবি জানিয়েছে ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আজ শনিবার এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। 

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোকে চেয়ারম্যান এবং বৌদ্ধনেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়াকে সদস্যসচিব মনোনীত করে সংগঠনটির একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব বৌদ্ধ নাগরিকদের একটিমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বৌদ্ধদের চার শীর্ষ সংগঠন—বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক মোর্চা গঠিত হয়েছে। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’র সদস্যসচিব অশোক বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বরে রামু, উখিয়া, কক্সবাজার ও পটিয়ায় ২৫টি প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছিল। সে সঙ্গে বৌদ্ধদের ৫০টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হলেও তার বিচার আজও হয়নি। 

অশোক বড়ুয়া আরও বলেন, ‘সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, শঙ্কিত এবং মর্মাহত। আমরা এর নিন্দা জানাই। সরকারের কাছে দোষীদের শান্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করি।’ 

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের বৌদ্ধ জনসাধারণের জানমালের সুরক্ষাসহ প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির দাবি জানান সংগঠনটির নেতারা।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন