হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকার একটি বাসা থেকে সাইদুল ইসলাম শেখ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৫ নম্বর গলিতে বোনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

সাইদুলের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিচিন্দপুর গ্রামে। বাবার নাম টুকু মিয়া শেখ। তিনি লালবাগের শহীদনগর এলাকায় খোকনের সিটি গোল্ডের দোকানে কাজ করতেন। 

সাইদুলের বোনজামাই ইমরান হোসেন জানান, সাইদুল লালবাগে সিটি গোল্ড কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। মাঝে মাঝে কামরাঙ্গীরচরে সুমির বাসায় আসতেন। গতকাল দুপুরে ওই বাসায় আসেন তিনি। বাসায় কেউ না থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ইমরান আরও জানান, সাইদুল পাঁচ মাস আগে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরে বউ অন্যত্র চলে যান। এরপর থেকে সাইদুল মানসিক অশান্তিতে ভুগছিলেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা জনেন না ইমরান। 

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, গতকাল দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুরে ছোট বোন সুমির বাসায় আসেন সাইদুল। এ সময় বাসায় কেউ ছিল না। পরে ওই ঘরের ভেন্টিলেটরের লোহার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে রাতে তাঁর বোন বাসায় এসে সাইদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইদুল আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। 

 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল