নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থপাচার মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেড গ্রুপের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলমের জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
বিচারিক আদালতে জামিন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন দিদারুল আলম। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি তাঁকে জামিন দিলেও বেঞ্চের অপর বিচারপতি তাঁর আবেদন খারিজ করেছেন।
এখন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।