Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে দুই বছর আগে মৃত ২ ভারতীয় কারাবন্দীর সৎকার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে দুই বছর আগে মৃত ২ ভারতীয় কারাবন্দীর সৎকার
প্রতীকী ছবি

দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।

২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স