হোম > সারা দেশ > ঢাকা

বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছে, দাবি ডিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি প্রধান হারুন অর রশিদ আজ বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

হারুন অর রশিদ বলেন, ‘বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, ফারদিন আত্মহত্যা করতে পারেন।’ সন্ধ্যা ছয়টার পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা। 

নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। 

এদিকে, আজ বুধবার বিকেলে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়—বুয়েট ছাত্র ফারদিন মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পেয়েছে র‍্যাব। এরপরেই ডিবির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলো। 

পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র‍্যাব থেকে জানানো হয়, কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

যদিও ফারদিন নূর পরশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়।

নভেম্বরের ১৭ তারিখ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মশিউর রহমানের কাছে। ময়নাতদন্ত করেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ।

সিভিল সার্জন এএফএম মশিউর রহমান বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তাঁর মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’

ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭