নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাটভর্তি গরু-ছাগল। দুপুরের পর থেকে বাড়ছে ক্রেতা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠছে পশুর হাট। গত দুই দিন বেচাকেনায় ভাটা থাকলেও আজ শনিবার (১৫ জুন) দুপুরের পর থেকে বিক্রি বাড়ার কথা জানিয়েছেন ব্যাপারীরা।
তবে ক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় প্রতিটি গরুতে অন্তত ১০ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। আজ রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের ফাঁকা জায়গায় গড়ে ওঠা অস্থায়ী এই পশুর হাট ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
ক্রেতারা গোবর-কাদা মাড়িয়ে পছন্দের গরু-ছাগল কিনতে হন্য হয়ে ঘুরছেন এক খাটাল থেকে আরেক খাটালে। গরু পছন্দ হলে দামে মিলছে না। আবার দামে মিললে গরু পছন্দ হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের গরুগুলো বিক্রি হচ্ছে সহজেই। ছোট একটি গরু দরদাম করছিলেন বাসাবো বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দা সুলেমান আলী। ব্যাপারী গরুর দাম হাঁকিয়েছেন ৯০ হাজার টাকা। কিন্তু সুলেমান আলী প্রথমে ৬৫ হাজার, পরে ৭০ হাজার পর্যন্ত দাম বলেছেন। এই গরু বিক্রি করতে রাজি নন ব্যাপারী। শেষ পর্যন্ত আর এই গরু কেনা হয়নি তাঁর।
তিনি বলেন, ‘ছোট আর মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায়, ব্যাপারীরা অন্তত ৩০ হাজার টাকা বেশি চাইছে গরুপ্রতি। দামাদামি করে অন্তত ১০ হাজার টাকা বেশি দিয়ে গরু কিনছে অনেকেই। আমি আমার বাজেট অনুযায়ী দাম বলেছি। কিন্তু ব্যাপারী দাম কমাল না। এই গরু বড়জোর ষাইট হাজার টাকা হইব।’
রাজশাহী থেকে ১৬টি গরু নিয়ে এই হাটে এসেছেন সেলিম ব্যাপারী। তিনি বলেন, ‘গত তিন দিনে সাতটি গরু বেচছি। এর মধ্যে পাঁচটি ছোট ও মাঝারি গরু। দাম কম হওয়ায় এই সাইজের গরুগুলা মানুষ কিনছে বেশি।’
দাম বেশি রাখার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সবকিছুরই দাম বাড়তি ভাই। শুধু গরুর দাম নিয়ে সবাই বলছে। গতবার গরুর খাবার, পরিবহন আর আমাদের অন্যান্য খরচ যা ছিল— এবার সবই ডাবল হয়েছে। আমরা কী করতে পারি বলেন।’
কথা হয় এই হাটের আমতলা মোড়ের হাসিল কাউন্টারে আদায়কারী রিয়ানের সঙ্গে। তিনিও ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রির কথা জানান। তিনি বলেন, ‘দুপুরের পর থেকে বেচাকেনা ভালো হচ্ছে। সন্ধ্যার পর থেকে আরও বাড়বে। বড় গরু খুব একটা বেশি বিক্রি হচ্ছে না। তবে ছোট ও মাঝারি আকারের বেশি বিক্রি হচ্ছে।’
এই হাটে ছাগল ও ভেড়াও উঠেছে অনেক। আমতলা মসজিদ হয়ে হাটে ঢোকার সময় ডানে পাশেই ছাগলের হাট। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাটে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে ছাগলগুলো বেশি বিক্রি হচ্ছে। এই হাটে অল্পসংখ্যক মহিষও উঠেছে। তবে মহিষের ক্রেতা খুব কম। মানুষ মহিষের দাম শুনে চলে যায়।