হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে চক্রের মূল হোতাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক এম জে সোহেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করা হয়েছে।’ 

আটক ব্যক্তিরা হলেন মো. ইকবাল (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৯২৫ টাকা, দুটি প্লাস্টিকের পাইপ ও ছয়টি লাঠি উদ্ধার করা হয়। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদা তোলার চক্রটি বেশ কয়েক দিন ধরে বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য