নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়া খুবই কঠিন। স্বর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য বলে মনে করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের রূপায়ণ টাওয়ারে ‘হ্যালো পিওর গোল্ড’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এক কথা বলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকার দুবাই এর স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।
বনজ কুমার বলেন, ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়া খুবই কঠিন। স্বর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। সততাই ব্যবসায়ের মূলধন। সততা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা দরকার।
‘হ্যালো পিওর গোল্ড’ এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘স্বর্ণ চোরাচালান রোধ করা, হুন্ডির মাধ্যমে অর্থ আদান-প্রদানের পরিবর্তন এনে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে হ্যালো পিউর গোল্ড যাত্রা শুরু করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আখতার উল আলম, পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাসিম মিয়াসহ অনেকে।